হোম > অপরাধ > ঢাকা

পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ, সাবেক জেলা রেজিস্ট্রারের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় পৌনে ২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাটের সাবেক জেলা রেজিস্ট্রার ফজলার রহমানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরে মামলাটি করা হয়। সংস্থাটির উপপরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। 
 
মামলার এজাহারে বলা হয়, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ৪ (২) ও ৪ (৩) ধারায় আসামির নামে অভিযোগ রয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মো. ফজলার রহমানের সন্তানদের নামে মোট ২ কোটি ৮৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। আয়কর নথি অনুযায়ী ফজলার রহমানের মোট আয় ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা। আর তাঁর পারিবারিক ব্যয় ৩৪ লাখ ১১ হাজার ৮২০ টাকা। 

পারিবারিক ব্যয় বাদে তাঁর নিট আয় ১ কোটি ৭ লাখ ৬০ হাজার ৪৪৪ টাকা। এ ক্ষেত্রে ফজলার রহমানের নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ৯৪৫ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রেখে অপরাধ করেছেন। 

এ ছাড়া ফজলার রহমান ছেলের নামে অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে