হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক বাসচালক ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮), নরসিংদী সদরের দত্তপাড়া এলাকার মো. রাব্বি (২৪) এবং পলাশের দক্ষিন দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। 

এর আগে, সোমবার বিকেলে নরসিংদী পৌর এলাকায় এক ময়লার ভাগারের পাশে ওই কিশোরীকে মুখ বেধে ধর্ষণ করে গ্রেপ্তারকৃতরা। 

পুলিশ জানিয়েছে, সোমবার বিকেল ৫টার দিকে ওই কিশোরী নরসিংদী লঞ্চঘাটে যাওয়ার জন্য সাহেপ্রতাপ মোড় এলাকা থেকে রংধনু পরিবহনের একটি মিনিবাসে উঠে। এ সময় পথে সব যাত্রী নেমে গেলে কৌশলে বাসের ড্রাইভার ও দুই হেলপার কিশোরীর মুখ চেপে ধরে বাসে করে নরসিংদী নতুন পৌর বাসস্ট্যান্ডের পাশে ময়লার ভাগারে নিয়ে ধর্ষণ করে, মুখ বাধা অবস্থায় ফেলে যায়। 

পরে, স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ভুক্তভোগী ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে এবং সকালে মামলা হবার পর তাদের গ্রেফতার দেখানো হয়। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুন অর রশিদ বলেন, এ ঘটনায ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের কোর্টে চালান দেয়া হয়েছে দুপুরে। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট