হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাককর্মীদের বিক্ষোভ, কারখানা পরিচালককে মারধর

প্রতিনিধি, টঙ্গী

টঙ্গীতে বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরির দাবিতে ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় কারখানার পরিচালককে মারধর করেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নাম তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

জানা যায়, কারখানাটির প্রায় সাতশ শ্রমিকের মজুরি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কথা না রাখায় বৃহস্পতিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। এসময় শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।  

আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে বেতন পরিশোধের দাবি জানান। এসময় কারখানার পরিচালক বাবু শ্রমিদের কাজে যোগ দিতে বললে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করেন।

শ্রমিকরা বলেন, আমাদের বেতন পরিশোধ করছে না কারখানা মালিক। বেতন চাইলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। বেশ কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করেও বেতন পরিশোধ করা হয়নি।     

টঙ্গী শিল্প পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জলিল বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল রোববার শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। 

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, দ্বিতীয়বারের মতো অযৌক্তিক আন্দোলন করেছে শ্রমিকরা। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি