হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাককর্মীদের বিক্ষোভ, কারখানা পরিচালককে মারধর

প্রতিনিধি, টঙ্গী

টঙ্গীতে বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরির দাবিতে ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় কারখানার পরিচালককে মারধর করেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নাম তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

জানা যায়, কারখানাটির প্রায় সাতশ শ্রমিকের মজুরি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কথা না রাখায় বৃহস্পতিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। এসময় শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।  

আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে বেতন পরিশোধের দাবি জানান। এসময় কারখানার পরিচালক বাবু শ্রমিদের কাজে যোগ দিতে বললে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করেন।

শ্রমিকরা বলেন, আমাদের বেতন পরিশোধ করছে না কারখানা মালিক। বেতন চাইলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। বেশ কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করেও বেতন পরিশোধ করা হয়নি।     

টঙ্গী শিল্প পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জলিল বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল রোববার শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। 

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, দ্বিতীয়বারের মতো অযৌক্তিক আন্দোলন করেছে শ্রমিকরা। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির