হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে পোশাককর্মীদের বিক্ষোভ, কারখানা পরিচালককে মারধর

প্রতিনিধি, টঙ্গী

টঙ্গীতে বকেয়া বেতন ও ওভারটাইমের মজুরির দাবিতে ফের বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় কারখানার পরিচালককে মারধর করেন তারা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর সাতাইশ বাগানবাড়ি এলাকার ট্রাউজার ল্যান্ড লিমিটেড নাম তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন।

জানা যায়, কারখানাটির প্রায় সাতশ শ্রমিকের মজুরি পরিশোধ করেনি কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু কথা না রাখায় বৃহস্পতিবার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তারা। এসময় শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ।  

আজ সকালে শ্রমিকরা কারখানায় এসে বেতন পরিশোধের দাবি জানান। এসময় কারখানার পরিচালক বাবু শ্রমিদের কাজে যোগ দিতে বললে বিক্ষুব্ধ শ্রমিকরা তাকে মারধর করেন।

শ্রমিকরা বলেন, আমাদের বেতন পরিশোধ করছে না কারখানা মালিক। বেতন চাইলে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। বেশ কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করেও বেতন পরিশোধ করা হয়নি।     

টঙ্গী শিল্প পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল জলিল বলেন, কারখানা মালিকের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল রোববার শ্রমিকদের মজুরি পরিশোধ করা হবে বলে অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। 

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকতা আসাদুজ্জামান বলেন, দ্বিতীয়বারের মতো অযৌক্তিক আন্দোলন করেছে শ্রমিকরা। দ্রুত শ্রমিকদের পাওনা পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু