হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁও হোটেলের সামনে নারীর লাশ, মাথায় আঘাতের চিহ্ন

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে থেকে অজ্ঞাতনামা (৪৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে সোনারগাঁও হোটেলের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে হাতিরঝিল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহিন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে সোনারগাঁও হোটেলের সামনে থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাঁর আনুমানিক বয়স ৪৫ বছর।

এসআই আরও বলেন, ওই নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনায় হয়েছে, নাকি অন্য কোনো কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই নারী ভবঘুরে প্রকৃতির। ওই এলাকাতেই ঘুরে বেড়াতেন। তাঁর পরনে একটি ময়লাযুক্ত শাড়ি আছে। কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আজকের পত্রিকাকে বলেন, ওই নারীর মরদেহ ময়নাতদন্ত শেষে হাসপাতালে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের