হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে মাছের খামারে ডুবে প্রাণ গেল সহোদর দুই শিশুর 

গাজীপুরের শ্রীপুরে খেলতে গিয়ে মাছের খামারে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্বজনেরা জানান, ছোট ভাই পানিতে পড়ে যাওয়ার পর বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে। 

মৃত দুই শিশু হলো—ওই গ্রামের আল আমিনের ছেলে মো. তামিম (৭) ও মো. ইসমাঈল হোসেন (৬)। 

স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়ার স্ত্রী আসমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দুপুর ১টার দিকে পাশের বাড়ি থেকে চাল আনতে যাই। এ সময় মাছের খামারের পানিতে ভাসমান লাশ দেখতে পাই। পরে পাড়ে চাল রেখে ইসমাঈলের মরদেহ তুলে এনে ডাকচিৎকার শুরু করি। এরপর তার স্বজনেরা বড় ভাই তামিমকে খুঁজতে থাকেন।’

দুই শিশুর দাদা আব্দুস সামাদ আজকের পত্রিকাকে বলেন, ‘একজনের লাশ উদ্ধারের পর কয়েকজন পানিতে নেমে অন্যজনকে খুঁজতে থাকি। ৩০ মিনিট পর তামিমের লাশ পাই।’ 

খামারটিতে ডুবে গত বছরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

মৃত দুই সন্তানের মা ফাতেমা আক্তার বলেন, ‘রোববার সকালে মাদ্রাসা থেকে ফিরে এসে দুই ভাই খেলতে যায়। খেলতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল। মৎস্য খামারের মালিকের অবহেলার কারণে আমার দুই মানিক লাশ হলো।’

খামারের মালিক কিবরিয়া খান আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো মৎস্য খামারেই নিরাপত্তাবেষ্টনী নেই। তারপরও নিরাপত্তাবেষ্টনী দেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা-পুলিশকে বলা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ