হোম > সারা দেশ > ঢাকা

ফের সৌদিতে ইয়াবা পাচারকালে আটক ১

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে ইয়াবা পাচারের চেষ্টাকালে ফের কাজী নয়ন নামের একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক)। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

বিমানবন্দরের ডি সারির স্ক্যানিং থেকে সোমবার বেলা ১১টা ২০ মিনিটে ওই যাত্রীকে আটক করা হয়। আটক হওয়া ওই যাত্রীর বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। 

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, বিজি-৪০৪৯ ফ্লাইটে সৌদি আরবের যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে স্ক্যানিং এলাকা থেকে কাজী নয়ন নামের একজন যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে এভসেক সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

এ এইচ এম তৌহিদ-উল আহসান বলেন, ওই যাত্রীর হোল্ড লাগেজ স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক বস্তু দেখতে ব্যাটালিয়ান আনসার রনি মিয়া ও সশস্ত্র নিরাপত্তা প্রহরী সাহারা বানু। পরে তারা নয়কে জিজ্ঞাসাবাদ করে এবং পুনরায় লাগেজ তল্লাশি করে এসব ইয়াবার সন্ধান পায়। 

এ ঘটনায় আটক হওয়া ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। 

উল্লেখ্য, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) সৌদি আরবে ইয়াবা পাচারের চেষ্টাকালে স্বপন মাতব্বরকে আটক করে এভসেক সদস্যরা। আটককালে তার কাছ থেকে ২২ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনার তৃতীয় দিনের মাথায় সৌদি আরবে ইয়াবা পাচারের চেষ্টাকালে নয়নকে আটক করে এভসেক।

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ