রাজধানীর সায়েদাবাদে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার রাত সাড়ে সাতটায় এই আগুনের ঘটনা ঘটে। পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২০ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক আজকের পত্রিকাকে জানান, আমরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পাই যে সায়েদাবাদে বাসে আগুন দেওয়া হয়েছে। আমরা তখন পোস্তগোলা ফায়ার সার্ভিসকে অবগত করলে তাদের দুটি ইউনিট দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও নির্বাপণ করেন।
ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের ট্রাফিক ইন্সপেক্টর এস এম আলমগীর হোসেন জানান, এই বাসটি পোস্তগোলা থেকে ছেড়ে এসে সায়েদাবাদ হয়ে রামপুরার দিকে যাচ্ছিল। যাত্রীবাহী এই বাসটি সায়েদাবাদ ব্রিজের এখানে আসলে তাতে আগুন লাগিয়ে দেন দুর্বৃত্তরা। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।