হোম > সারা দেশ > শরীয়তপুর

মুখ ধুতে গিয়ে বাবা দেখলেন ছেলে পুকুরের পানিতে ভাসছে

শরীয়তপুর প্রতিনিধি

মনির হোসেন চৌকিদার আজ রোববার সকালে ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করছিলেন। মুখ ধুতে তিনি বাড়ির পাশে পুকুর ঘাটে যান। এ সময় তিনি দেখতে পান তাঁর দুই বছরের ছেলেসন্তান পানিতে ভাসছে। এ সময় মনির ঝাঁপ দিয়ে উদ্ধারের আগেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে। 

মনিরের বাড়ি শরীয়তপুর গোসাইরহাটে উপজেলার দাশের জঙ্গল গ্রামে। আজ সকালে ৮টার দিকে তাঁর ছেলে আরমান পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি ঘটেছে। 

পানিতে ডুবে আরমানের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার। 

ওসি আসলাম ও স্থানীয় লোকজন জানান, দাশের জঙ্গল গ্রামের মনির হোসেন ডিশের লাইনম্যানের কাজ করেন। তাঁর দুই বছরের ছেলে আরমান আজ সকালে ঘুম থেকে উঠে খেলা করছিল। এ সময় তার মা নিপা ইসলাম সংসারের কাজে ব্যস্ত ছিলেন। আরমান খেলার ছলে বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি বাড়ির কেউ জানতে পারেননি। 

আজ সকাল ৮টার দিকে মনির ঘুম থেকে ওঠে দাঁত ব্রাশ করতে করতে পুকুর ঘাটে গিয়ে দেখেন আরমান পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ও স্থানীয় লোকজন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট