বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিকে ঘিরে ঢাকার আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এই নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়েই কর্মসূচির সমর্থন জানিয়েন বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
আজ বুধবার আদালতের নিরাপত্তায় মোতায়েন করা হয় বিপুলসংখ্যক বিজিবি সদস্য ও পুলিশ। লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লা বলেন, ‘আদালতের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেশ কয়েক স্তরে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’
নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে আদালতে যাঁরা প্রবেশ করেছেন, তাঁদের তল্লাশি করতেও দেখা গেছে পুলিশ সদস্যদের।
অন্যদিকে বেলা ১টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে শতাধিক বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।