হোম > সারা দেশ > ঢাকা

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠদানে জাবি শিক্ষক

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং স্কলার হিসেবে অধ্যাপনার সুযোগ পেয়েছেন। আজ বুধবার তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। 

অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির কেনেডি স্কুল অব গভর্নমেন্টের আন্তর্জাতিক উন্নয়ন-সম্পর্কিত সেন্টারে ভিজিটিং স্কলার (পোস্ট-ডক্টরাল ফেলো) ছয় মাসের জন্য অধ্যাপনার সুযোগ পেয়েছি। আগামী বছরের (২০২৪ সাল) শুরুতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমার কার্যকাল শুরু হবে।’

তারিকুল ইসলাম আরও বলেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা। স্বপ্ন ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পাঠদানে যুক্ত হব। সে আশা পূরণ হলো। সবার কাছে দোয়া চাই, যাতে এই মর্যাদাপূর্ণ ফেলোশিপকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ বৃদ্ধি করতে পারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে সুপরিচিত করতে পারি।’

এর আগে অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও ভিজিটিং স্কলার হিসেবে অধ্যাপনার অভিজ্ঞতা অর্জন করেছেন। 

উল্লেখ, অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম অক্সফোর্ড, কেমব্রিজ এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকে একাধিক মর্যাদাপূর্ণ ফেলোশিপ (পোস্ট ডক্টরাল ফেলো, ভিজিটিং স্কলার এবং ভিজিটিং রিসার্চার) ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন করেছেন।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান