হোম > সারা দেশ > ফরিদপুর

সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর সার্জেন্টের মৃত্যু 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। তবে কাভার্ড ভ্যান থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার হলেও কিসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে, তা জানা যায়নি। 

পরে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। 

নিহত ব্যক্তির নাম মো. আবুল বাশার (৩৬)। তিনি বিমানবাহিনীর (বিডি ৪৬৬৯৩৬) সার্জেন্ট হিসেবে বিমানবন্দরে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকরা গ্রামে। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার ঢাকা থেকে কাভার্ড ভ্যানে বাসাবাড়ির মালামাল নিয়ে আসছিলেন। কাভার্ড ভ্যানের সামনে বসা ছিলেন তিনি। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সার্জেন্ট আবুল বাশারের। 

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কংকন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কাভার্ড ভ্যানটি হয়তো বড় কোনো ট্রাক বা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। যার ফলে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আবার সামনাসামনিও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি মূলত কীভাবে দুর্ঘটনা ঘটেছে।’ 

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘দুর্ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের সামনে বসে থাকা বিমানবাহিনীর সার্জেন্ট আবুল বাশার মারা যান। ঘটনার পর কাভার্ড ভ্যানের চালকও পালিয়ে যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটিকেও জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ