হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা, লুটের অভিযোগ

রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান লেনের একটি বাসায় ঢুকে হাজি মনসুর আহমেদ (৭৬) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি রাতেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনসুর আহমেদের ছেলে সারওয়ার আহমেদ জানান, খাজে দেওয়ান প্রথম লেনের ছয়তলা বাড়িটি তাঁদের নিজের। বাড়িটির দ্বিতীয় তলায় থাকতেন তাঁর বাবা হাজি মনসুর আহমেদ ও মা। তাঁরা অন্যান্য তলায় থাকেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যান। তবে কিছুটা অসুস্থ থাকায় বাবা তাঁদের সঙ্গে যাননি। অনুষ্ঠান শেষে তাঁরা রাত ১২টার দিকে যখন বাড়িতে ফেরেন, তখন দ্বিতীয় তলায় বাসার দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে ফ্লোরে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাবাকে। আর ঘরে জিনিসপত্র সব এলোমেলো। আলমারি, শোকেস, লকার সব তছনছ করা ছিল।

সরোয়ার অভিযোগ করে বলেন, ‘দুর্বৃত্তরা বাবার হাত-পা বেঁধে নির্যাতন করেছে, ইনজেকশন পুশ করেছে এবং তাঁর মাথায় আঘাত করে হত্যা করেছে। বাসায় নগদ বেশ কিছু টাকা ছিল, সেসব তারা লুট করেছে। তবে কী পরিমাণ টাকা ছিল তা জানতে পারিনি। এ ছাড়া আমাদের পরিবারের সবার স্বর্ণালংকার বাবার রুমে রাখা ছিল। সেগুলো সবই লুট করেছে তারা।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, হাজি মনসুর আহমেদ বাসায় একা ছিলেন। সম্পত্তি নিয়ে কোনো ঘটনা থাকতে পারে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিন ছেলে ও এক মেয়ের জনক হাজি মনসুর আহমেদ। চকবাজার বাইতুন নুর জামে মসজিদের সভাপতি ছিলেন তিনি।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে