হোম > সারা দেশ > ঢাকা

পুরান ঢাকায় হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যা, লুটের অভিযোগ

রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান লেনের একটি বাসায় ঢুকে হাজি মনসুর আহমেদ (৭৬) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, মরদেহটি রাতেই ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত মনসুর আহমেদের ছেলে সারওয়ার আহমেদ জানান, খাজে দেওয়ান প্রথম লেনের ছয়তলা বাড়িটি তাঁদের নিজের। বাড়িটির দ্বিতীয় তলায় থাকতেন তাঁর বাবা হাজি মনসুর আহমেদ ও মা। তাঁরা অন্যান্য তলায় থাকেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই মিলে একটি বিয়ের অনুষ্ঠানে যান। তবে কিছুটা অসুস্থ থাকায় বাবা তাঁদের সঙ্গে যাননি। অনুষ্ঠান শেষে তাঁরা রাত ১২টার দিকে যখন বাড়িতে ফেরেন, তখন দ্বিতীয় তলায় বাসার দরজা বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ঢুকে ফ্লোরে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর বাবাকে। আর ঘরে জিনিসপত্র সব এলোমেলো। আলমারি, শোকেস, লকার সব তছনছ করা ছিল।

সরোয়ার অভিযোগ করে বলেন, ‘দুর্বৃত্তরা বাবার হাত-পা বেঁধে নির্যাতন করেছে, ইনজেকশন পুশ করেছে এবং তাঁর মাথায় আঘাত করে হত্যা করেছে। বাসায় নগদ বেশ কিছু টাকা ছিল, সেসব তারা লুট করেছে। তবে কী পরিমাণ টাকা ছিল তা জানতে পারিনি। এ ছাড়া আমাদের পরিবারের সবার স্বর্ণালংকার বাবার রুমে রাখা ছিল। সেগুলো সবই লুট করেছে তারা।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, হাজি মনসুর আহমেদ বাসায় একা ছিলেন। সম্পত্তি নিয়ে কোনো ঘটনা থাকতে পারে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ব্যক্তির স্বজনদের থানায় আসতে বলা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিন ছেলে ও এক মেয়ের জনক হাজি মনসুর আহমেদ। চকবাজার বাইতুন নুর জামে মসজিদের সভাপতি ছিলেন তিনি।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা