হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্‌প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।

শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’ 

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন