হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকেলে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। শনিবার আসামিদের শনাক্ত করার পরপরেই পুলিশে সোপর্দ করা হয়। রাতেই ভুক্তভোগীর বাবা তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী পেশায় একজন বাবুর্চি। তার দুই ছেলে হোসিয়ারিতে কর্মরত এবং মেয়ে বাক্‌প্রতিবন্ধী। গত ২৫ অক্টোবর সকালে বাসার সবাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুরে আসামিরা ভুক্তভোগীকে একা পেয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় মেয়েটি কান্না করলে একপর্যায়ে পালিয়ে যায় আসামিরা। বিকেলে বাড়ি ভুক্তভোগীর বাবা বাড়ি ফিরলে ইশারায় নির্যাতনের কথা জানায় তাঁর মেয়ে।

শনিবার বিকেলে ভুক্তভোগী মেয়েটি পাশের বাসার ভাড়াটে সেই আসামিদের দেখতে পেয়ে ডাক চিৎকার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানা হেফাজতে নেয়। এই ঘটনায় সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে উভয়কে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসিন বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল রোববার তাদের আদালতে পাঠানো হবে।’ 

বিমানবন্দরের অপহৃত কর্মচারী উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

রাজধানীর কুড়িলে পানির ট্যাংকে শিশুর লাশ, কিশোরী ভাবি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি স্থগিত

হাদি হত্যা: শুটার ফয়সালের ‘সহযোগী’ রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পেল সিআইডি

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ