হোম > সারা দেশ > ঢাকা

আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটেলিয়ান (র‍্যাব)। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও কিশোরগঞ্জের তারেক মিয়া (১৯)।

র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন, গত ৩০ মার্চ আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে দেওয়া তাঁর তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মিরপুর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র সদস্য বলে স্বীকারোক্তি দিয়েছেন। তাদের কাছ থেকে ‘আনসার আল ইসলাম’র বিভিন্ন ধরনের পাঁচটি উগ্রবাদী বইসহ বিভিন্ন প্রমাণাদি জব্দ করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি সম্পন্ন করেছেন। দলটির সক্রিয় সদস্য হিসেবে তিনি অন্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন করতেন। পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করার জন্য অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহও করতেন তিনি।

অপর গ্রেপ্তার তারেক মিয়া জানান, তিনি ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে ‘আনসার আল ইসলাম’র সদস্যের সঙ্গে যোগাযোগ করতেন তিনি। অনলাইনভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সহচরদের গ্রেপ্তারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান জিয়াউর রহমান।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট