হোম > সারা দেশ > ঢাকা

সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় ওয়েব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদে নারীদের জন্য ১০০ আসন চায় উইমেন এন্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে ওয়েব সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।

নাসরিন আউয়াল বলেন, ‘আমরা সংসদে ১০০ জন নারীর আসন দেখতে চাই। নারীর আসন যদি বেশি হয়, তবে ভালো হবে। কারণ, নারীরা সবকিছু বোঝে ভালো। আপনারা দেখবেন, নারীরা যেমন ঘরও সামলায়, তেমনিভাবে সংসারের কাজও সামলায়। নারীরা যদি আসে, তবে ভালো হবে, নারীর দ্বারা সব কাজ ভালোমতো করা সম্ভব।’

নাসরিন আউয়াল আরও বলেন, ‘আমরা সিইসির সঙ্গে দেখা করলাম। কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে আসন্ন নির্বাচনে নারীর ক্ষমতায়ন। নারীকে সেইভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই নারীরা অংশগ্রহণ করুক। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। অনেক দিন নারী-পুরুষ ভোট দিতে পারি নাই। এবার সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। ভোট এমনভাবে হবে, যেন নারী-পুরুষ একসঙ্গে ভোট দিতে পারে। আসন্ন নির্বাচনে নারীর জন্য ১০০টি আসন চাই। আমরা দেশের জন্য কাজ করছি। আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা মনে করি, নারীদের সব জায়গায় সুযোগ-সুবিধা দেওয়া উচিত। নারীরা পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়। আমরা সামনেও যেতে চাই না, পেছনেও যেতে চাই না।’ 

সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে ওয়েব সভাপতি বলেন, ‘১০০ আসনের বিষয়ে লিখিত দিইনি, মৌখিকভাবে দিয়েছি। তবে লিখিতভাবে বলেছি, আসন্ন ভোটে আমাদের পর্যবেক্ষক হিসেবে যেন রাখা হয়। সিইসি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। আমরা নারীর বৈষম্য দেখতে চাই না। আমরা শুনতে চাই, নারীর বৈষম্য শেষ হয়েছে। হবে, এটা শুনতে চাই না। সংসদে নারী খুবই কম। নারী সংসদে না এলে নারী সামনে যেতে পারবে না।’

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি