হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ বুয়েট ছাত্র বাড়ি ফিরেছেন, ‘মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন’

ঢাবি প্রতিনিধি

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর অবশেষে বাড়িতে ফিরেছেন। মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন তিনি। গত ১৭ মে বুয়েটের শহীদ স্মৃতি হলে যাবেন বলে বাসা থেকে বের হয়ে হলে ফেরেননি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী। 

তানভীরের খোঁজ না পেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। বুধবার রাত ১০টার সময়ে তানভীরের মা শারমিন সুলতানার নম্বরে যোগাযোগ করা হলে তানভীরের খালা কাকলী বেগম বলেন, ‘তানভীর নৌবাহিনীর চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। কাউকেই জানায়নি কিছু। গত ১৯ মে এ ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করা হয়। পাঁচ দিন পরে সে নিজে ফিরে এসেছে। মাকে সারপ্রাইজ দিতে সে মোবাইল ফোন বন্ধ রেখেছিল।’ 

এ দিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল বাশার বলেন, বুয়েটের নিখোঁজ ছাত্র তানভীর চাকরির পরীক্ষার ভাইবা দিতে বের হয়েছিলেন। বর্তমানে সে বাড়িতে এসেছে। 

জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেছিলেন, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ