হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজ বুয়েট ছাত্র বাড়ি ফিরেছেন, ‘মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন’

ঢাবি প্রতিনিধি

পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মাহমুদুল হাসান তানভীর অবশেষে বাড়িতে ফিরেছেন। মাকে সারপ্রাইজ দিতে মোবাইল বন্ধ রেখেছিলেন তিনি। গত ১৭ মে বুয়েটের শহীদ স্মৃতি হলে যাবেন বলে বাসা থেকে বের হয়ে হলে ফেরেননি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মাস্টার্সের এ শিক্ষার্থী। 

তানভীরের খোঁজ না পেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁর পরিবার। বুধবার রাত ১০টার সময়ে তানভীরের মা শারমিন সুলতানার নম্বরে যোগাযোগ করা হলে তানভীরের খালা কাকলী বেগম বলেন, ‘তানভীর নৌবাহিনীর চাকরির পরীক্ষা দিতে গিয়েছিল। কাউকেই জানায়নি কিছু। গত ১৯ মে এ ঘটনায় রাজধানীর দক্ষিণখান থানায় জিডি করা হয়। পাঁচ দিন পরে সে নিজে ফিরে এসেছে। মাকে সারপ্রাইজ দিতে সে মোবাইল ফোন বন্ধ রেখেছিল।’ 

এ দিকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আমিনুল বাশার বলেন, বুয়েটের নিখোঁজ ছাত্র তানভীর চাকরির পরীক্ষার ভাইবা দিতে বের হয়েছিলেন। বর্তমানে সে বাড়িতে এসেছে। 

জিডিতে শারমিন সুলতানা উল্লেখ করেছিলেন, ১৪ মে তানভীর বাসায় বেড়াতে যায়। ১৭ মে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। কিন্তু এরপর চেষ্টা করেও আর যোগাযোগ করা যায়নি। এ সময় তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি হলে যোগাযোগ করেও কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চমুরদি এলাকায়।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির