হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর রমনা কালীমন্দির এলাকায় মারধর ও ছুরিকাঘাতে ঢাবির দুই শিক্ষার্থী আহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর রমনা কালীমন্দির এলাকায় ছুরিকাঘাতে ও মারধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) ও ভাস্কর্য বিভাগের সুমিত (২৩)। তারা দুজনই জগন্নাথ হলে থাকেন। 

শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সুমিতকে ঢাবির মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হাসপাতালে আহতদের বন্ধু সাগ্নিক সূত্রধর জানান, রাতে মোটরসাইকেল নিয়ে সৌরভ, সুমিতসহ বেশ কয়েকজন ঘুরতে বের হয়েছিলেন। তখন রমনা কালীমন্দির ও লেকপাড়ের মাঝামাঝি এলাকায় কয়েকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সৌরভ ও সুমিতকে মারধর করে তারা এবং সৌরভের পেটে ছুরিকাঘাতও করে। 

আহত অবস্থায় তাঁরা দুজনই হলে চলে আসেন। হলে গিয়ে নিজের পেটে ছুরিকাঘাতের চিহ্ন লক্ষ করেন সৌরভ। পরে তাঁদের দুজনকে চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে রাতেই সৌরভকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে ঘাতকদের নাম-পরিচয় জানাতে পারেনি কেউ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সৌরভ নামে ঢাবির শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁর পেটে ছুরিকাঘাত রয়েছে। তাঁর অবস্থা গুরুতর।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার