হোম > সারা দেশ > ঢাকা

চট্টগ্রাম সিটি মেয়রকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বস্তিবাসীর জন্য তৈরি করা ফ্ল্যাট তাদের বুঝিয়ে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ চারজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বস্তিবাসীর প্রতিনিধি রমজান আলীর পক্ষে ব্যারিস্টার এম ইমতিয়াজ ফারুক মঙ্গলবার এই নোটিশ পাঠান। নোটিশে দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত এসংক্রান্ত একটি প্রতিবেদনও যুক্ত করা হয়। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্য ফ্ল্যাট বুঝিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। 

‘ফ্ল্যাটের জন্য টাকা দিয়ে পাহাড়ে বসবাস’ শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় গত ২৯ জানুয়ারি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, পাহাড়ের ঢালুতে ঝুঁকিতে বসবাসকারী দিনমজুর, ভিক্ষুক ও ছিন্নমূল গরিব মানুষকে ঘর করে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) সাততলা ভবন বানিয়েছে সাত বছর আগে। নিম্ন আয়ের ১৬১টি পরিবারকে পুনর্বাসনে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে এই প্রকল্প গ্রহণ করা হয়। ফ্ল্যাট দেবে বলে ২০১৩ সালে তাদের পাহাড় থেকে উচ্ছেদ করা হয়। এর জন্য নেওয়া হয় ১০ হাজার করে টাকাও। কিন্তু সেই ফ্ল্যাট বুঝিয়ে দেয়নি সিটি করপোরেশন। তাই বাধ্য হয়ে বাটালি পাহাড়ের পাদদেশে থাকতে হচ্ছে নিম্ন আয়ের ওই পরিবারগুলোকে। 

প্রতিবেদনে বলা হয়, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী আড়াই শ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাটের জন্য বস্তিবাসীকে মাসে দুই হাজার টাকা দেওয়ার কথা। সেই হিসাবে ১৫ বছরে ফ্ল্যাটের নির্ধারিত মূল্য সাড়ে সাত লাখ টাকার সম্পূর্ণটাই পরিশোধ হবে। এরপর থেকে ফ্ল্যাটের মালিক হবেন বরাদ্দপ্রাপ্তরা। এ জন্য ৩৩টি পরিবার থেকে এককালীন অগ্রিম টাকা নেওয়া হয়। কিন্তু প্রকল্প শেষে সেই ভবন গরিবদের না দিয়ে সিটি করপোরেশনের কার্যালয় হিসেবে ব্যবহার করছে। 

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে