হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে আ.লীগের ঝটিকা মিছিল, ফতুল্লায় প্রস্তুতিকালে আটক ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় এই ঝটিকা মিছিল করেন তাঁরা। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ১০-১৫ জন কর্মী ছাত্রলীগের ব্যানারে এই মিছিল করেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি।’

একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় সকালে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল। তাঁরা সবাই ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের অনুসারী। আটকেরা নিজেদের রাজমিস্ত্রি ও বিভিন্ন পরিচয় দিয়ে নিজেদের দলীয় পরিচয় আড়াল করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে পুলিশ।

ফতুল্লায় মিছিল প্রস্তুতের সময় আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সকালে মিছিলের প্রস্তুতিকালে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগকে ফের প্রতিষ্ঠিত করতে এই মিছিল আয়োজন করছিল বলে আমাদের জানিয়েছে।’

এদিকে ৫ আগস্ট-পরবর্তী নারায়ণগঞ্জে এই প্রথম প্রকাশ্য কর্মসূচি করতে দেখা গেছে আওয়ামী লীগকে।

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন