হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সোনারগাঁয়ে আ.লীগের ঝটিকা মিছিল, ফতুল্লায় প্রস্তুতিকালে আটক ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ঝটিকা মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই সময়ে ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী এলাকায় এই ঝটিকা মিছিল করেন তাঁরা। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরিহিত অবস্থায় ১০-১৫ জন কর্মী ছাত্রলীগের ব্যানারে এই মিছিল করেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম। পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের কর্মীরা একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শনাক্তের চেষ্টা করছি।’

একই দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় সকালে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন ও রাসেল। তাঁরা সবাই ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের অনুসারী। আটকেরা নিজেদের রাজমিস্ত্রি ও বিভিন্ন পরিচয় দিয়ে নিজেদের দলীয় পরিচয় আড়াল করে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের আটক করে পুলিশ।

ফতুল্লায় মিছিল প্রস্তুতের সময় আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘সকালে মিছিলের প্রস্তুতিকালে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা আওয়ামী লীগকে ফের প্রতিষ্ঠিত করতে এই মিছিল আয়োজন করছিল বলে আমাদের জানিয়েছে।’

এদিকে ৫ আগস্ট-পরবর্তী নারায়ণগঞ্জে এই প্রথম প্রকাশ্য কর্মসূচি করতে দেখা গেছে আওয়ামী লীগকে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির