হোম > সারা দেশ > ঢাকা

পুলিশের বিরুদ্ধে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীনকে হেনস্তার অভিযোগ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে রাজধানীর হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। 

তবে হেনস্তা করা পুলিশের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন লিখেন, ‘তোরা প্রথমে স্টুডেন্ট পেটাবি, ভ্যানে তুলে নিবি, তারপর আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলবি, দেশ কি মঘের মুল্লুক নাকি?’ 

ওয়াসি মাহাদী চৌধুরী নামে একজন ফেসবুকে লিখেন, ‘ঢাবি শিক্ষকের গায়ে হাত পুরো শিক্ষক সমাজের ওপর হাত, এখনো যদি কোনো শিক্ষক বসে থাকে, তাকে শিক্ষক মানি না।’

এ বিষয়ে জানতে চাইলে শেহরীন আমিন ভূঁইয়া বলেন, ‘হাইকোর্ট এলাকায় একজন শিক্ষার্থীকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল। আমি ও আরেকজন নুসরাত জাহান গিয়ে বাধা দিই। পুলিশকে বললাম তার অপরাধ কী? পুলিশ বলল, তাকে চেক করবে। তখন আমি পুলিশকে বলি চেক করার থাকলে এখানে করেন। আমাদের ব্যাগ, ফোন চেক করেন। পুলিশ তখন বারবার বলছিল, আমি কিন্তু বলপ্রয়োগ করব। এরপর পুলিশ ধস্তাধস্তি করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ওই শিক্ষার্থীর হাত শক্ত করে ধরে রাখছিলাম। তখন একজন পুলিশ আমার হাত ধরে মুচড়ে দেয় ও আমাকে ধাক্কা দেয়। হাত মুচড়ে দেওয়াতে হাতে একটু বেশি ব্যথা পেয়েছি, আর বলার মতো শক্তি আমার নেই।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার