ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়াকে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিস’ চলাকালে রাজধানীর হাইকোর্ট এলাকায় এ ঘটনা ঘটে।
তবে হেনস্তা করা পুলিশের পরিচয় পাওয়া যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম—ফেসবুকে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার হোসেন লিখেন, ‘তোরা প্রথমে স্টুডেন্ট পেটাবি, ভ্যানে তুলে নিবি, তারপর আমার দেশের আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত তুলবি, দেশ কি মঘের মুল্লুক নাকি?’
ওয়াসি মাহাদী চৌধুরী নামে একজন ফেসবুকে লিখেন, ‘ঢাবি শিক্ষকের গায়ে হাত পুরো শিক্ষক সমাজের ওপর হাত, এখনো যদি কোনো শিক্ষক বসে থাকে, তাকে শিক্ষক মানি না।’