হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ফের সড়কে বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুপুরের পর মিরপুরে আবারও সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা। বিকেল পৌনে ৪টার দিকে শ্রমিকেরা প্রথম মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। পরে সেখান থেকে বিক্ষোভকারীদের একটি দল মিরপুর ২ নম্বর গিয়ে অবস্থান নেন। শ্রমিকদের অবস্থানের কারণে মিরপুর ১০ নম্বর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান নিতে দেখা যায়।

আজ সকাল থেকেই রাজধানীর মিরপুর ১১ ও পল্লবী এলাকায় কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যান তাঁরা। সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

শ্রমিকদের দাবি আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা নাহিদ জামাল আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভরত পোশাকশ্রমিকদের কারখানায় ঢুকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে শ্রমিকেরা অভিযোগ করেছেন। এই ঘটনায় ৯ জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরও ১৩ জন আহত প্রাথমিক চিকিৎসা নিয়ে অন্য হাসপাতালে গেছেন।’ 

ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক জরিনা বেগম বলেন, ‘আমরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করি। পাঁচ বছর ধরে আমাদের বেতন বাড়ে নাই। এখন বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছি। এর মধ্যে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির লোকজন এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করে।’ 

আন্দোলনকারীরা মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় দুইটি অছিম বাস ও একটি প্রজাপতি বাস ভাঙচুর করেছে। সে সময় প্রজাপতি বাসে অবস্থানরত চালক মো. আলাল আহত হন। তিনি বলেন, ‘শ্রমিকদের ছোড়া ইট এসে আমার মুখে লাগে। আমি বেশ আঘাত পেয়েছি।’ কথা বলার সময় তাঁর মুখ থেকে রক্ত ঝরছিল।

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

গভীর রাতে পিকআপ নিয়ে মোহাম্মদপুরে সোনার দোকান লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর