হোম > সারা দেশ > গোপালগঞ্জ

গোপালগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ২ ইউনিয়নবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে জমি দখলকে কেন্দ্র করে দুই ইউনিয়নবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ মঙ্গলবার সকালে মহারাজপুর ইউনিয়ন পরিষদের জমি দখল করে ঘর তুলতে যান মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামের আসাদ শিকদার ও তাঁর লোকজন। এ সময় মহারাজপুর ইউনিয়নের মোস্তফা গাজী তাঁর লোকজন গিয়ে তাতে বাধা দেন।

এ খবর ছড়িয়ে পড়লে দুই ইউনিয়নের লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। বেলা ১টার দিকে সেনাবাহিনী গিয়ে সংঘর্ষ থামায়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

শীতল চন্দ্র পাল আরও বলেন, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মুকসুদপুর, মাদারীপুরের রাজৈর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারী পথচারীর মৃত্যু

নাঈমকে দুই দফা মারধরের পর রাস্তায় ফেলে যায় মোটরসাইকেল আরোহীরা—আসামির জবানবন্দি

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ