হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: কিশোরগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সুজিত চন্দ্র দে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম সুজিত চন্দ্র দে (৪০)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আজ বুধবার কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা হাজতির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

সুজিত চন্দ্র জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানার একটি মামলার আসামি। সুজিত চন্দ্র গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ওই মামলা হয়।

জেল সুপার রীতেশ চাকমা বলেন, হাজতি সুজিত দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। গতকাল রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ