হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি ইসলামের ইতিহাস বিভাগ প্রাক্তন ছাত্র সমিতির ইফতার

ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় ইফতার মাহফিল। 

আজ শনিবার বেলা ঘনিয়ে আসতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে বাড়তে থাকে শিক্ষার্থীদের উপস্থিতি। ইফতারের আগমুহূর্তে অতিথিদের উপস্থিতির সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অ্যালামনাই ফ্লোর। যাদের সঙ্গে এতদিন দেখা সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি বিভিন্ন কারণে তারা কাছের বন্ধুকে পেয়ে মেতে উঠে আড্ডা ও আলাপচারিতায়। স্মৃতিকে ধরে রাখতে ছবি তোলার হিড়িক পরে যায়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি শবনম শেহনাজ চৌধুরী দীপার সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস, কলা অনুষদের ডিন ড. আব্দুল বাছির, বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, অধ্যাপক নাজমা খান মজলিশ, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম, প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ প্রমুখ। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী, মো. নূরুল আমিন, এটিএম শামসুজ্জোহা বাবুসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী। ইফতার মাহফিলে দেশ জাতির সমৃদ্ধ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর