হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‎রাজধানীর মিরপুরে মো. রাসেল রানা নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

‎রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (২৭ মে) সকালের এই ঘটনায় দুপুরে মিরপুর থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। আটক ওই ব্যক্তির নাম লিটন হাওলাদার (২৩)।

‎আজ বেলা ৩টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন।

ওসি বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তাঁর বোন জামাই জাহিদুল হক (৬০) বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য বের হন। ফায়ার সার্ভিসের পাশে বাতেন সড়কে দুটি মোটরসাইকেলে করে ৪-৫ জন ব্যক্তি তাঁদের গতিরোধ করে ফাঁকা গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এতে রাসেল রানার কিছু না হলেও জাহিদুল হক আহত হন। তবে গুলিতে নাকি অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত পেয়েছেন তা নিশ্চিত নয়। ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় আছেন বলে জানিয়েছেন ওসি।

‎ওসি বলেন, এ ঘটনায় লিটন হাওলাদার নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি