হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, যা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী

রাজধানী ঢাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানীর রামপুরা, বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, পুরান ঢাকাসহ বড় একটি এলাকার বাসাবাড়িতে গ্যাসের চাপ না থাকায় চুলা জ্বলছে না। এসব এলাকার সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ না থাকায় ব্যক্তিগত যানবাহন, সিএনজিসহ গণপরিবহনে গ্যাস পাচ্ছে না। এতে ভীষণ বিপাকে পড়েছে সাধারণ মানুষ। 

কবে নাগাদ এই সংকট দূর হতে পারে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ারা ফৌজদারহাট ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত হয়েছে, সেটা দিয়ে গ্যাস সরবরাহ হচ্ছে। সামিটের এলএনজি টার্মিনাল গ্যাস সরবরাহ শুরু হলে পুরো সংকট কেটে যাবে।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমান সংকট আজ (রোববার) থেকে অনেকটাই কেটে যাবে।’ 

দেশে গ্যাস সরবরাহ হচ্ছিল দৈনিক ৩১০ কোটি ঘনফুট। এর মধ্যে সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। ঘূর্ণিঝড় রিমালের কারণে গত ২৭ মে ক্ষতিগ্রস্ত হয় সামিটের এলএনজি টার্মিনাল, এতে ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। এরপর গত বুধবার মহেশখালী, আনোয়ারা, ফৌজদারহাট পাইপলাইন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ির কারণে কেটে যায়, এতে অবশিষ্ট টার্মিনাল দিয়ে সরবরাহ করা ৫৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। 

গত শনিবার আনোয়ারা ফৌজদারহাট পাইপলাইন মেরামতের কাজ শেষ হয় এবং ওই পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়। এর পরও কমেনি গ্যাসের সংকট। 

এদিকে সামিটের টার্মিনালটি সিঙ্গাপুর থেকে মেরামত শেষে মহেশখালীতে এসেছে। তবে এই টার্মিনাল দিয়ে গ্যাস সরবরাহ করতে আরও ১৪-১৫ দিন লাগবে। এর আগে গ্যাসের সংকট পুরোটা কাটবে না বলে আশঙ্কা করা হচ্ছে। 

বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, বাণিজ্যিক ও আবাসিকে স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছেন না গ্রাহকেরা। সবখানেই গ্যাসের সংকট বেড়ে চলেছে। সংশ্লিষ্টদের হিসাব বলছে, দেশে এখন প্রতিদিন  ৪০০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ২৫০ কোটি ঘনফুট গ্যাস। ফলে প্রতিদিন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ঘনফুট। 

রাজধানীতে সিএনজি স্টেশনের বাইরেও লম্বা লাইন দেখা যায়। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। আবার গৃহস্থালি কাজে গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়েছেন গৃহিণীরা। ঢাকার বেশির ভাগ এলাকায় সকাল ৯টার পর গ্যাস থাকছে না।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪