হোম > সারা দেশ > ঢাকা

কোর্ট ফির ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকা আইনজীবী সমিতির ভবনের সামনে আজ বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: আজকের পত্রিকা

মামলা পরিচালনায় আদালতে যে কোর্ট ফি জমা দেওয়া হয়, তার ২০ শতাংশ কল্যাণ তহবিলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা আইনজীবী সমিতি।

ঢাকার জজ আদালতের পাশে আইনজীবী সমিতির ভবনের সামনে আজ বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়।

আদালতে মামলা দাখিল, জামিন আবেদন, জামিননামা, ওকালতনামা, দেওয়ানি মামলায় আরজি দাখিল বা যেকোনো ধরনের আবেদনে কোর্ট ফি নেওয়া হয়। এই ফি থেকে বিরাট অঙ্কের রাজস্ব আদায় করে সরকার। আইনজীবীদের মাধ্যমে এসব রাজস্ব আদায় করা হলেও তাঁদের এর কোনো অংশ দেওয়া হয় না।

আজ মানববন্ধন শেষে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘আমরা একত্র হয়েছি আইনজীবীদের যৌক্তিক দাবি নিয়ে। এরই মধ্যে বার কাউন্সিল থেকে লিখিতভাবে প্রধান উপদেষ্টাসহ অনেকের কাছে দরখাস্ত দেওয়া হয়েছে। বিভিন্ন আদালতের মাধ্যমে কোর্ট ফি থেকে যে রাজস্ব আদায় করা হয়, তার একটি টাকাও আজ পর্যন্ত কোনো সরকার আইনজীবীদের ফান্ডে জমা দেয় নাই। এই যৌক্তিক দাবি জানানোর পরও বিভিন্নভাবে টালবাহানা করে কালক্ষেপণ করছে সরকার।’

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে নজরুল ইসলাম বলেন, ‘গত বছর কোর্ট ফির পরিমাণ ছিল ১৭ হাজার কোটি ৬৭ লাখের বেশি টাকা। এর ২০ ভাগ টাকা আইনজীবীদের দিতে হবে। যদি না দেওয়া হয়, তাহলে আইনজীবী সমাজ রাস্তায় নামতে বাধ্য হবে। যদি আমরা রাস্তায় নামি, তাহলে আপনাদের আসন কেঁপে যাবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম, সাবেক সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, মোসলেহ উদ্দিন জসিম প্রমুখ।

এভারকেয়ারে হাদি

এভারকেয়ারে নেওয়া হচ্ছে হাদিকে

নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ হবে কি না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে: বদিউল আলম মজুমদার

হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা: বিএনপি

হাদি ‘লাইফ সাপোর্টে’

আওয়ামী লীগ নিজেরাই নিজেদের নির্বাচন থেকে আউট করেছে: শফিকুল আলম

আন্দোলনে কর্মীরা, মেট্রোরেল চলাচল বন্ধ

শাহজালালে বিপুল পরিমাণ স্পাই ডিভাইস জব্দ, আটক ২

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ