হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এএসপিসহ বেশ কয়েকজন আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কারখানা খুলে দেওয়ার পর আজ আবার কয়েকটি স্থানে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকায় আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন। জবাবে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে কয়েকজন শ্রমিক আহত হন। 

পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিদর্শক আবদুর নুর ও আমি গুরুতরভাবে আহত হই।’

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাকশ্রমিকের মৃত্যু

রাতে শাহবাগে কেউ অবস্থান করতে পারবে না: ইনকিলাব মঞ্চ

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

‎মোহাম্মদপুরে যুবদল কর্মীকে কুপিয়ে জখম, দুজন আটক

পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের পাশ থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব