হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে এএসপিসহ বেশ কয়েকজন আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিভিন্ন এলাকায় সাময়িক বন্ধ থাকার পর আজ শনিবার প্রায় সব পোশাক কারখানা খুলেছে। কারখানা খুলে দেওয়ার পর আজ আবার কয়েকটি স্থানে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় শ্রমিক–পুলিশ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার এলাকায় আজ সকালে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন এসএম নিট গার্মেন্টসের শ্রমিকেরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের ছোড়া ইটে শিল্প পুলিশের এএসপিসহ এক পরিদর্শক আহত হন। জবাবে পুলিশের ছোড়া টিয়ারশেল ও রাবার বুলেটে কয়েকজন শ্রমিক আহত হন। 

পুলিশ জানায়, আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলসহ গুলি ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২–এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।

সহকারী পুলিশ সুপার মো. আসাদ বলেন, ‘আমরা প্রথমে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি। কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে পরিদর্শক আবদুর নুর ও আমি গুরুতরভাবে আহত হই।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯