হোম > সারা দেশ > গাজীপুর

স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী রাসেলের বিরুদ্ধে জাহাঙ্গীরের বিষোদগার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর ও টঙ্গীর মানুষ জিম্মিদশা থেকে মুক্তি চায়। মানুষ চাঁদাবাজি, মাদক, দখলবাজ, সন্ত্রাসের কাছে জিম্মি হয়ে আছে। এ সময় তিনি নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলেরও দাবি জানান। একই সঙ্গে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মীয়স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ করেন।

আজ রোববার দুপুরে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জাহাঙ্গীর আলম এসব কথা বলেন। গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা এম এম হেলাল উদ্দিনের বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের প্রচারণায় বাধা, মাইক ছিনিয়ে নেওয়া ও হুমকির প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পক্ষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

এ সময় নানা অভিযোগ তুলে জাহিদ আহসান রাসেলের প্রার্থিতা বাতিলের দাবি জানান জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘সব অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগগুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি অভিযোগ দেব না।’

গাজীপুর সিটির সাবেক এই মেয়র আরও বলেন, ‘গত ২২ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিনের পথসভায় টঙ্গীতে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের পালিত সন্ত্রাসীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। টঙ্গী সরকারি কলেজ মাঠের ফটকে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) কাজী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, ‘১৯৭১ সালের মতো টঙ্গীকে হানাদার (প্রতিপক্ষ) মুক্ত করা হবে। ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোনো উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা-ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব নিয়ে চায়ের স্টলে বসে পত্রিকার খবর পড়ে মানুষ সমালোচনা করে। আমি নির্বাচিত হলে ১৯৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি, ঠিক সেভাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সঙ্গে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করব।’

সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে স্বতন্ত্র প্রার্থী টঙ্গীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

উল্লেখ্য, গাজীপুর-১, ২ ও ৫ আসনে জাহাঙ্গীর আলম তিনজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তিনি তাঁদের পক্ষে নির্বাচনী বিভিন্ন কাজে অংশ নিচ্ছেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির