হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

গ্রেপ্তার সাওরাইল ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কালুখালী উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান।

ওসি জানান, গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত পৌনে দুইটার দিকে দু্র্বত্তরা কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামের যতীন্দ্রনাথের ছেলে মঙ্গল চন্দ্রের (৬৫) বাড়িতে ঢুকে তাঁর দুই পা ও একটি হাত ভেঙে দেয়। এ সময় দুর্বৃত্তরা তার পরিবারের অন্য সদস্যদের মারধর ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় মঙ্গল চন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় আহত মঙ্গল চন্দ্রের মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গল চন্দ্রের ছোট ছেলে কুমারেশ চন্দ্র বাদী হয়ে গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কালুখালী থানায় বিপুল প্রামাণিক, মো. গফুর, রফিক মণ্ডল, মুকিম মণ্ডল, আকিদুল মণ্ডল ও আলীসহ ৬ জনের নাম ও অজ্ঞাতনামা ৫-৬ জন উল্লেখ করে মামলা দায়ের করেন।

ওসি বলেন, এ মামলায় পুলিশ এজাহার নামীয় ৩ নম্বর আসামি রফিক মণ্ডল গ্রেপ্তার করে। তিনি গত ১৪ মার্চ রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেনের কাছে মঙ্গল চন্দ্র হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, উপজেলার সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ১১ জন মিলে হত্যা করে মঙ্গল চন্দ্রকে। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ