হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতাল থেকে নারী প্রতারক আটক

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল চত্বর থেকে এক নারী প্রতারককে আটক করেছেন আনসার সদস্যরা। নাম শারমিন (৪৫)। হাসপাতালে আসা রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত ওই নারী। 

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। 

ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, তিনি টাঙ্গাইল সদর উপজেলা থেকে চিকিৎসার জন্য সকালে একাই ঢাকা মেডিকেলে আসেন। বহির্বিভাগ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। গেটের সামনে আসলে তখন ওই নারী তার মুখের সামনে হাত দিয়ে কিছু একটি ছড়িয়ে দেয়। এরপরই ধীরে ধীরে তিনি খারাপ অনুভব করতে থাকেন। পরে খেয়াল করেন, ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে। তখন তিনি তাকে বাধা দেন। এতে ওই নারী উল্টো চড়াও হন তার ওপর। 

সুফিয়া বেগম আরও বলেন, উপায়ান্ত না পেয়ে বাগান গেটে ডিউটিরত আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন ওই আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আগত রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা হাতিয়ে নিত ওই নারী প্রতারক। ওই নারীর সঙ্গে এক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তীতে ব্যবস্থা নেবে।

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে