হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতাল থেকে নারী প্রতারক আটক

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল চত্বর থেকে এক নারী প্রতারককে আটক করেছেন আনসার সদস্যরা। নাম শারমিন (৪৫)। হাসপাতালে আসা রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত ওই নারী। 

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। 

ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, তিনি টাঙ্গাইল সদর উপজেলা থেকে চিকিৎসার জন্য সকালে একাই ঢাকা মেডিকেলে আসেন। বহির্বিভাগ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। গেটের সামনে আসলে তখন ওই নারী তার মুখের সামনে হাত দিয়ে কিছু একটি ছড়িয়ে দেয়। এরপরই ধীরে ধীরে তিনি খারাপ অনুভব করতে থাকেন। পরে খেয়াল করেন, ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে। তখন তিনি তাকে বাধা দেন। এতে ওই নারী উল্টো চড়াও হন তার ওপর। 

সুফিয়া বেগম আরও বলেন, উপায়ান্ত না পেয়ে বাগান গেটে ডিউটিরত আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন ওই আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আগত রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা হাতিয়ে নিত ওই নারী প্রতারক। ওই নারীর সঙ্গে এক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তীতে ব্যবস্থা নেবে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা