হোম > সারা দেশ > ঢাকা

ঢামেক হাসপাতাল থেকে নারী প্রতারক আটক

ঢামেক প্রতিবেদক

ঢাকা মেডিকেল চত্বর থেকে এক নারী প্রতারককে আটক করেছেন আনসার সদস্যরা। নাম শারমিন (৪৫)। হাসপাতালে আসা রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত ওই নারী। 

আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। 

ভুক্তভোগী সুফিয়া বেগম বলেন, তিনি টাঙ্গাইল সদর উপজেলা থেকে চিকিৎসার জন্য সকালে একাই ঢাকা মেডিকেলে আসেন। বহির্বিভাগ থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য হাসপাতালের সামনের ফুটপাত দিয়ে যাচ্ছিলেন। গেটের সামনে আসলে তখন ওই নারী তার মুখের সামনে হাত দিয়ে কিছু একটি ছড়িয়ে দেয়। এরপরই ধীরে ধীরে তিনি খারাপ অনুভব করতে থাকেন। পরে খেয়াল করেন, ওই নারী তার সঙ্গে থাকা ব্যাগের চেইন খুলে ভেতরে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে। তখন তিনি তাকে বাধা দেন। এতে ওই নারী উল্টো চড়াও হন তার ওপর। 

সুফিয়া বেগম আরও বলেন, উপায়ান্ত না পেয়ে বাগান গেটে ডিউটিরত আনসার সদস্যদের বিষয়টি জানান। তখন ওই আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পরিচালকের কার্যালয়ে নিয়ে যান। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, হাসপাতালে আগত রোগীদের ওপর চেতনানাশক প্রয়োগ করে টাকা-পয়সা হাতিয়ে নিত ওই নারী প্রতারক। ওই নারীর সঙ্গে এক পুরিয়া গাঁজাও পাওয়া গেছে। ঘটনাটি তদন্তের জন্য শাহবাগ থানা-পুলিশকে জানানো হয়েছে। থানা-পুলিশ পরবর্তীতে ব্যবস্থা নেবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির