হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে রমজান সামনে রেখে গরুর দুধের দাম বেড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি

রমজান মাস সামনে রেখে কিশোরগঞ্জে গরুর দুধের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। লিটারপ্রতি খুচরা ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তাতে নিম্ন ও মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, পশুর খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় দুধের দাম কিছুটা বেড়েছে।

কিশোরগঞ্জের বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে জানা গেছে, ১০ দিন আগেও গরুর দুধ লিটারপ্রতি ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু গত সপ্তাহ থেকে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা দরে। গ্রামাঞ্চলের বাজারগুলোতে যে দুধ ৬০-৭০ টাকা লিটার বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের সাদুল্লারচর বড়বাগ গ্রামের নাজিমুদ্দিন বলেন, ‘জানেন না আমরা কোন দেশে বাস করি। সেটা দেখতে হবে। মধ্যপ্রাচ্যে রমজান এলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম কমে, আর রমজান মাসকে পুঁজি করে আমাদের দেশে বাড়ে। দুর্ভাগ্য আমাদের।’

জেলা শহরের গাইটাল এলাকার বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘আমার ছেলের বয়স তিন বছর। বাচ্চাটাকে গরুর দুধ খাওয়াতে হয়। রমজান মাস আসতে না আসতেই ব্যবসায়ীরা দুধের দাম বাড়িয়ে দিল। ১২০ টাকা করে দুধ কিনলাম। আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে। কী আর করব, আমার শিশু বাচ্চাটার খাওয়া তো বন্ধ করা যাবে না। আমরা না হয় কম খেলাম।’

নাম প্রকাশ না করে একাধিক খামারি বলেন, ‘বর্তমানে গরুর খাবারের দাম একটু বেশি হওয়ায় দুধের দাম বাড়াতে হয়েছে। এখন ৭০ টাকা লিটার দরে দুধ বিক্রি করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, গরুর খাবারের দাম কমান, সরবরাহ নিশ্চিত করেন।’

বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আজমল খান বলেন, ‘রমজানে চাহিদার তুলনায় দুধ উৎপাদন কম হয়। আমাদের খামারির সংখ্যা বাড়ানো প্রয়োজন। গো-খাদ্যের দাম হু হু করে বেড়েছে। এই দাম কমানো দরকার। এ ছাড়া গো-খাদ্যের সরবরাহ থাকে না। তাতে খামারিরা বিপাকে পড়ে।’

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র পণ্ডিত আজকের পত্রিকাকে বলেন, ‘খামারিরা ৬০-৭০ টাকা দরে দুধ বিক্রি করছে। খামারিরা দাম বাড়ায়নি। খুচরা বিক্রেতারা মিথ্যা বলে দাম বাড়িয়ে দুধ বিক্রি করছে। বা এখানে কোনো মিডলম্যান রয়েছে, যারা এই কাজটা করছে।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, ‘প্রাণিসম্পদ অফিসের সঙ্গে সমন্বয় করে আমরা বিষয়টি দেখব এবং তাদের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করব।’

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ