হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাবে সিটি কলেজ–আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

সিটি কলেজ–আডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টিপাল্টি ধাওয়ায় অবরুদ্ধ সাইন্সল্যাব। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর সায়েন্স ল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েক শ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সংঘর্ষ থামানোর জন্য দুই কলেজের শিক্ষক ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাঁদের শান্ত করতে পারেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের মধ্যে সংঘর্ষ চলছিল।

শিক্ষার্থীর সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিপন বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের এক সহপাঠীকে মারধর করেন, খবর পেয়ে সিটি কলেজে যান তাঁরা। তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ সময় সংঘর্ষ শুরু হয়।

সরেজমিন দেখা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাবএইড হাসপাতালের পেছনে অবস্থান নিয়েছেন, অপর দিকে সিটি কলেজের সামনের মিরপুর রোড এবং সায়েন্স ল্যাব ফুটওভার ব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়ছেন। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালান। তাঁরা সাইনবোর্ড খুলে ফেলেন। অপর দিকে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেন। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কলাবাগান, ধানমন্ডি ও নিউমার্কেট থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। দুই গ্রুপের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। তবে পুলিশের বাধা ভেঙে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন।

সিটি কলেজ–আডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টিপাল্টি ধাওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেছেন, দুই কলেজের শিক্ষকেরা ঘটনাস্থলে রয়েছেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। পরিস্থিতি কিছুটা শান্ত।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি