হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানী মিরপুরের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে জুবায়ের (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। 
 
আজ রোববার বেলা ২টার দিকে মিরপুর বেড়িবাঁধ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে জুবায়েরের মৃত্যু হয়। 

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেড়িবাঁধে বাস ও যাত্রীবাহী লেগুনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সোহরাওয়ার্দী হাসপাতালে একজন মারা গেছে। বাকি ছয়জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে দু-একজনের অবস্থা গুরুতর। ঘটনার পরপরই বাস ও লেগুনা জব্দ করেছে পুলিশ। 

আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা মো. রাসেল জানান, একটি পিকআপ গাড়িতে আহত ব্যক্তিদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে একজন মারা গেছে। আর বাকি ছয়জনের মধ্যে তিনজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে একজনের নাম মিলন গাজি (৪৫) আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ