হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মাচ্চর ইউনিয়নে খেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়ার গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে অটোরিকশা চালাত।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আজ সকালে স্থানীয়রা একটি খেতে সাব্বিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস বলেন, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল সকালে বাসা থেকে বের হয় সাব্বির। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সাব্বিরের চাচা আরও বলেন, আমাদের কোনো শত্রু নাই। কে বা কারা সাব্বিরকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল