হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি পালিত হয়।

‘সুস্থ পরিবেশ, নির্মল বিনোদন; আমাদের পার্ক আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জসিম, আজিম, আসিফ ঢালী, নিপা আক্তার, জনসাধারণের পক্ষে সাব্বির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি পার্ক শুধু খেলার মাঠ বা হাটবাজারের জায়গা নয়। সুস্থ সমাজের প্রতিচ্ছবি শিশুদের হাসি, বয়স্কদের বিশ্রাম, যুবকদের ব্যায়াম—সবকিছুর জন্যই প্রয়োজন একটি পরিচ্ছন্ন পার্ক।

মুন্সিগঞ্জ প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, টঙ্গিবাড়ী মৌজার শূন্য দশমিক ৭৭ একর ভূমি পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু সেই মূল্যবান জায়গা অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে ব্যবসা স্থাপনা কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহারের মাধ্যমে। পার্কের এ জায়গা দখলমুক্ত করার জোরালো দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্কের জায়গা দখলমুক্ত করতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে