হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবি

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী পার্কের জায়গা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে এ কর্মসূচি পালিত হয়।

‘সুস্থ পরিবেশ, নির্মল বিনোদন; আমাদের পার্ক আমাদের অধিকার’ প্রতিপাদ্য নিয়ে মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জসিম, আজিম, আসিফ ঢালী, নিপা আক্তার, জনসাধারণের পক্ষে সাব্বির হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি পার্ক শুধু খেলার মাঠ বা হাটবাজারের জায়গা নয়। সুস্থ সমাজের প্রতিচ্ছবি শিশুদের হাসি, বয়স্কদের বিশ্রাম, যুবকদের ব্যায়াম—সবকিছুর জন্যই প্রয়োজন একটি পরিচ্ছন্ন পার্ক।

মুন্সিগঞ্জ প্রশাসনের প্রতি দাবি জানিয়ে বক্তারা বলেন, টঙ্গিবাড়ী মৌজার শূন্য দশমিক ৭৭ একর ভূমি পার্ক স্থাপনের জন্য অনুমোদিত হয়েছে। কিন্তু সেই মূল্যবান জায়গা অবৈধ দখলদারের কবলে চলে যাচ্ছে ব্যবসা স্থাপনা কিংবা ব্যক্তিগত কাজে ব্যবহারের মাধ্যমে। পার্কের এ জায়গা দখলমুক্ত করার জোরালো দাবি জানান তাঁরা।

বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে পার্কের জায়গা দখলমুক্ত করতে হবে। অন্যথায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু