হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা দেশে সোচ্চার: হাবিব হাসান

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান বলেছেন, যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাঁদের ভাবা উচিত এটা ১৯৭৫ সাল না। এই ২০২৩ সালে বঙ্গবন্ধুর সৈনিকেরা সারা দেশে সোচ্চার। প্রধানমন্ত্রীকে নতুন করে আক্রমণের চেষ্টা, হুমকি দেওয়া হলে তাঁদের বাংলার মাটি থেকে চিরতরে উচ্ছেদ করা হবে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি–বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। সভাপতিত্ব করেন দলটির মহানগর উত্তরের সভাপতি মো. ইসহাক মিয়া ইসহাক।

হাবিব হাসান বলেন, শেখ হাসিনা দেশে একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, মেট্রোরেল, পাতাল রেল ও দুটি উড়াল সেতু উদ্বোধন করেছেন। যার কারণে আজকে বিমানবন্দর, টঙ্গীতে যানজট নেই। এগুলো প্রধানমন্ত্রী করেছেন বাংলার মানুষ ও বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনা ইউরোপের থেকেও বাংলাদেশে বেশি উন্নয়ন করেছেন।

তিনি আরও বলেন, ‘এ দেশে একটা জঞ্জাল দল আছে, যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনের ইজ্জত নষ্ট করেছিল। যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। যে দলের জন্ম হয়েছে আগাছা থেকে। যে দলের জন্মদাতা জিয়াউর রহমান জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল।’

বিএনপির তারেক জিয়া ও খালেদা জিয়া নতুন করে আবার দেশকে অস্থিতিশীল করে উন্নয়ন বন্ধ করার ফন্দি করছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে, সমাজের অবহেলিত ব্যক্তি, যারা এক ভাই আওয়ামী লীগ করেন এক ভাই বিএনপি করেন, আরেক ভাই জামায়াত করেন, তাঁরা কেউ ক্যানডিডেট হবেন না। হলেও নেতা হতে পারবেন না। যদি কেউ মাদক ব্যবসা করেন, যারা মাদক সেবন করেন তাঁরাও নেতা হতে পারবেন না। অবাঞ্ছিত কাউকে কোথাও নেতা করিও নাই, করবও না।’

প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু বলেন, আজকের এই সমাগম হঠাৎ করে হয়নি। এই ১১টি ওয়ার্ডে ১১ জন কেন্দ্রীয় নেতা এসেছিলেন। তাঁরা মহানগরের সঙ্গে সদস্য সংগ্রহ করেছিলেন, মিটিংয়ের পর মিটিং করেছেন। তাঁদের উদ্যোগে আজ এ ব্যাপক সাড়া পড়েছে।

দলটির মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম বলেন, ‘আমি এমন নেতা চাই না, সারা রাতে স্লোগান দেবেন, কিন্তু সকালে রাজপথে থাকবেন না। যারা প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করেন, যারা দলের প্রতিটি কর্মসূচিতেই অংশগ্রহণ করেন তাঁদেরকেই চাই।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদপুর রহমান খান ইমরান। মহানগর উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের হাজার হাজার নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক