জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুটি অটো রিকশার সংঘর্ষে এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম পূজা মজুমদার। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে আহত পূজা সাভারের একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আহত পূজা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী।
এ বিষয়ে হাসপাতালের ভিজিটিং কনসালট্যান্ট সোহেল আহমেদ বলেন, 'রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম আছে। এ জন্য পর্যায়ক্রমে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।'