হোম > সারা দেশ > গোপালগঞ্জ

জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই: কাজী আকরাম উদ্দিন আহমেদ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, ‘সারা জীবন নৌকায় ভোট দিয়েছি। এখন বয়স ৮২ বছর। পাঁচ বছর পর আর নৌকায় ভোট নাও দিতে পারি। তাই জীবনের শেষ ভোটটিও নৌকায় দিতে চাই।’

গতকাল রোববার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় আকরাম উদ্দিন এসব কথা বলেন। উপজেলার শুয়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে নৌকা প্রতীকের এই জনসভার আয়োজন করা হয়।

নির্বাচনী ওই সভায় কাজী আকরাম উদ্দিন আরও বলেন, ‘আমি আপনাদেরও আহ্বান জানাচ্ছি, আপনারাও সকলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হন।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছেন। আর তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এনে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।’

শুয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্যাব্রিয়েল বাড়ৈর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, রাশেদা পারভীন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান খান বাদল, আইন বিষয়ক সম্পাদক নুরে আলম হাজরা, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনূপ, কান্দি ইউপি চেয়ারম্যান তুষার মধু প্রমুখ।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু