হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কে তল্লাশি, আটক অর্ধশতাধিক 

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকায় আজকের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর ও সাভারের আমিনবাজারসহ বিরুলিয়া, জিরানি ও জিরাবোতে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। দুপুর পর্যন্ত এসব তল্লাশিচৌকি থেকে জিজ্ঞাসাবাদের জন্য অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে নাশকতার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব চৌকি থেকে যানবাহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

শুক্রবার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, আমিনবাজারে তল্লাশিচৌকি বসানো হয়েছে ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে। এই তল্লাশিচৌকিতে ঢাকাগামী যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেউ সন্তোষজনক উত্তর দিতে না পারলেই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আমিনবাজার তল্লাশিচৌকি থেকে পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে সাভার থানায় নিয়ে গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি পুলিশের নিয়মিত কাজ। তবে আজ দুই দলের কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য তল্লাশি জোরদার করা হয়েছে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার