হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গিবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

টঙ্গীবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের বাসিন্দা শহিদুল মাদবরের স্ত্রী শিউলি বেগম (৪৬) ও তাঁর মেয়ে পুতুলি আক্তার (২০)। এ ছাড়া পুতুলি আক্তারের কন্যা শিশু আনিসা আক্তার (২) আহত হয়। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে টঙ্গিবাড়ীগামী একটি ইটের ট্রাক ও মাওয়াগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা দ্রুতগতিতে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নারী নিহত হন। তবে ট্রাক ও সিএনজিচালকদের শারীরিক কোনো ক্ষতি হয়নি। 

জানা জায়, পুতুলি আক্তারের স্বামী আরিফ হোসেন নারায়ণগঞ্জে সুতার ব্যবসা করেন। মেয়েকে গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন মা শিউলি বেগম। 

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ মোল্লা শোহেব আলী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় নিহত দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা চলছে।’ 

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ