হোম > সারা দেশ > টাঙ্গাইল

বাসাইলে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে ঈদসামগ্রী নিতে গিয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। প্রচণ্ড রোদ ও গরমে আরও অন্তত পাঁচজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী।

জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। বেলা ১১টা থেকে মাঠে উপহার বিতরণ শুরু হয়। অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে অনেকেই অস্বস্তি বোধ করতে থাকেন। এ সময় হঠাৎ আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই কারণে আরও চার থেকে পাঁচজন নারী অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে।

নিহত ব্যক্তির ছেলে মো. সুজন বলেন, ‘আমার মায়ের হার্টের সমস্যা ছিল। আমি যেতে নিষেধ করেছিলাম। পরে হাসপাতাল থেকে ফোনে মায়ের মৃত্যুর খবর পাই।’

এ বিষয়ে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমে বাসাইল উপজেলার দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘বৃদ্ধা উপহারসামগ্রী নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। আমি নিজে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২