হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চাঁদাবাজি করতে গিয়ে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। শনিবার (১০ জুন) রাতে তাঁদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা-পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী বাদী হয়ে ৪ জনসহ অজ্ঞাতনামাসহ কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। 

আটক দুই নেতা হলেন—   ঢাকা মহানগর উত্তর ১০০ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বাবু ওরফে ভাঙারি বাবু (৩২) ও কবীর ওরফে দাঁতভাঙা কবির (৩০)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার বি ব্লকে অভিজিৎ কুমার সেনগুপ্ত (৬০) নামের এক ব্যবসায়ী তাঁর বাড়িতে ইলেকট্রিকের কাজ করাচ্ছিলেন। এ সময় বাবু ওরফে ভাঙারি বাবু ও কবির ওরফে দাঁতভাঙা কবিরসহ ৫-৬ জন ওই ব্যবসায়ীর বাসায় এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে ইলেকট্রিক মিস্ত্রিদের মারধর করেন। তাঁরা বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে বাড়ির মালিকসহ মিস্ত্রিদের হুমকি দিয়ে যান। 

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘শনিবার মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজি মামলা হয়েছে। এ ঘটনায় চাঁদাবাজির সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আমরা তাঁদের আদালতে পাঠিয়েছি।’

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩