হোম > সারা দেশ > ঢাকা

ডেঙ্গু রোগী ১৪ হাজার ছাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছর ডেঙ্গু শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ও ভর্তি হয়েছেন ৩২১ জন। আগের দিন শনাক্ত ছিল ৩১৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩২১ জন। এদের মধ্যে ঢাকায় ২৪৬ জন ও বাইরে ৭৫ জন। আগেরদিন শনাক্ত হয়েছিল ৩১৯ জন। এদের মধ্যে ঢাকায় শনাক্ত ও ভর্তি হয়েছেন ২৪৪ জন এবং বাইরে ছিল ৭৫ জন। সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১ হাজার ২৭১ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৮০ জন। গত ১৩ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩ হাজার ৮৬৫ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল রোববার ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ১৪ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৮৯৬ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১২ জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনজনসহ মোট ১০৪ জন। এরা সবাই সরকারি এবং সায়ত্ত্ব শাসিত হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। অবশিষ্ট রোগীরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে ছয়টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করে। কিন্তু তাদের মধ্যে চারটিই অকার্যকর। এদিকে সিটি করপোরেশন নিয়মিত মশক নিধন কার্যক্রম চালালেও মশার আক্রমণ কিংবা ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুতেই কমছে না। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু