হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

বিএনপির নেতা-কর্মীরা শামীম ওসমানের লোকদের নিরাপত্তা দিচ্ছে: রফিউর রাব্বি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে ওসমান পরিবারের মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে এবং তাদের লোকজনকে বিএনপির নেতা-কর্মীরা নিরাপত্তা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।

আজ মঙ্গলবার রাতে কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৪৫ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তাঁর বাবা রফিউর রাব্বি এই অভিযোগ করেন।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি জিয়াউল ইসলাম কাজল সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল।

রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে রেখে গেছে। এর উল্লেখযোগ্য পরিবর্তন এখনো হয় নাই। ওসমান পরিবার নারায়ণগঞ্জে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সে মাফিয়াতন্ত্র এখনো বহাল রয়েছে। এখন তা বিএনপির দখলে। বিএনপির লোকজন শামীম ওসমানের বহু লোককে নিরাপত্তা দিয়ে চলেছে। ওসমান পরিবারের ছত্রচ্ছায়ায় নিট কনসার্ন (ব্যবসাপ্রতিষ্ঠান) বিগত সরকারের সময় লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। এখন ওসমানদের ফেলে যাওয়া সম্পত্তি রক্ষার দায়িত্ব নিয়েছে ফকির গ্রুপ।’

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচারের দাবিতে আলোক প্রজ্বালন কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

ত্বকীর বাবা আরও বলেন, ‘শেখ হাসিনা সাড়ে ১১ বছর ত্বকী হত্যার বিচারের সব কার্যক্রম বন্ধ করে রেখেছিল। বর্তমান সরকার পুনরায় কাজ শুরু করলেও তাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয় নাই। ওসমান পরিবারের সবার বিদেশে পালিয়ে যাওয়ার দায় সরকারের বিভিন্ন সংস্থা, বাহিনী এড়াতে পারে না। আমরা আগামী তিন মাসের মধ্যে শামীম ওসমানসহ সব ঘাতককে আওতায় এনে অভিযোগপত্র দেওয়ার দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, বাসদের জেলা সংগঠক সেলিম মাহমুদ, সিপিবির জেলা সম্পাদক শিবনাথ চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু এবং চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট