রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন সংক্রান্ত রুল মঞ্জুর করে বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর বেঞ্চ তাকে জামিন দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর মামলা হয়। ওই মামলায় ৫ নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। নিম্ন আদালতে ওই মামলায় জামিন চেয়ে বিফল হয়ে হাইকোর্টে আবেদন করেন শমী কায়সার।
আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, পুলিশ প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়েছেন।