হোম > সারা দেশ > ঢাকা

পাট বীজের ঘাটতির কথা বললেন বস্ত্র ও পাটমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে পাট বীজের ঘাটতি আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, দেশে পাটবীজের ঘাটতি রয়েছে। এ জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে। তবে সেটিও অপ্রতুল। পাটবীজের উৎপাদন বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার কথা জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে পাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য এ বছর ১১ ব্যবসায়ী, বিজ্ঞানী, চাষি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে পাট সংশ্লিষ্ট ৯ সংগঠনকেও সম্মাননা দেওয়া হয়। 

যেকোনো প্রয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দরজা খোলা রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘রপ্তানিকারকদের জন্য আমরা বসে আছি, আপনাদের সমস্যা দূর করার জন্য। আমরা ১০০ ভাগ চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করতে।’ 

তিনি আরও বলেন, ‘পাটের ব্যাগের ব্যবহার ঠিকমতো হচ্ছে না। পাটের ব্যাগ ব্যবহারে অভিযান আরও বেশি জোরদার করতে আমরা পাট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছি।’ 

পাটমন্ত্রী বলেন, ‘সবার বক্তব্য শুনে মনে হলো আমি মন্ত্রী না হয়ে পাটচাষি হলে আরও ভালো হতো। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা তিনি পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা দিয়েছেন।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুন। শিল্পমন্ত্রী বলেন, ‘বিশ্বে পাটের জন্য আমাদেরর বাজার অনেক বড়। পরিবেশ আন্দোলন আমাদের সহায়ক হিসাবে কাজ করছে। আন্তর্জাতিকভাবে পরিবেশ আন্দোলনে যেভাবে সহায়তা দিচ্ছে, সেখানে পাটকে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।’

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু