ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মালিকান্দা মেঘুলা স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো তারা বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার ঢাকা-দোহার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা।
শিক্ষার্থীদের দাবি-শহীদ মিনার নির্মাণ, মূল ফটকে শিক্ষাপ্রতিষ্ঠানের নামফলক স্থাপন, পুকুর ইজারা অর্থ আত্মসাৎ-বেতন রসিদের অনিয়মের হোতা কেরানি গোলাম মোস্তফার অপসারণ, অধ্যক্ষের অপসারণ, কর্তৃপক্ষের লুটপাটের বিচার।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দাবি মানা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।’
এ বিষয়ে অধ্যক্ষ অজয় কুমার রায় বলেন, ‘আজকেও শিক্ষার্থীরা তাদের একই দাবিতে আন্দোলন করেছে। আমাদের স্কুল বন্ধ থাকায় কাজগুলো বন্ধ ছিল। ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও দোহার থানার পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলামসহ আমরা শিক্ষার্থীদের সঙ্গে বসেছি। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের বলেছি তাদের দাবি আমরা মেনে নেব।’
দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘আমি আগামীকাল এখানে যাবো, তাদের সঙ্গে কথা বলব। যেভাবে ভালো হয় বিষয়টা সেভাবে সমাধানের চেষ্টা করবো।’
দোহার থানার পুলিশ পরিদর্শক আজাহারুল ইসলাম বলেন, ‘তাদের বিষয় নিয়ে দোহার উপজেলায় চেয়ারম্যান আলমগীর হোসেন ভাই বসবে বলেছে। আমরা আজকে গিয়ে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে দেই।’