মানিকগঞ্জের হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম কলেজ ও ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন ও সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
বিচারপতি নুরুল ইসলাম কলেজ শাখা ছাত্রলীগের ২৯ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হিসেবে নাহিদুর রহমান, তীর্থ চৌধুরী ও সদস্য হিসেবে ২৬ জন রয়েছেন। ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের ২৩ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে শামীম মোল্লা, যুগ্ম আহ্বায়ক হিসেবে পার্থ আহমেদ জয়, নাঈম মিয়া, তাসরীফ মিয়া, হৃদয় সূত্রধর ও সদস্য হিসেবে ১৭ জন রয়েছেন।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে দুই কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করবেন।