হোম > সারা দেশ > ঢাকা

রাইদার চালকের স্বীকারোক্তি: বেপরোয়া গাড়ি চালানোয় প্রকৌশলীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। রাইদা পরিবহনের চালক মাহমুদ হাসান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেছেন।

আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাহমুদ হাসান।

বিকেলে চালককে আদালতে হাজির করে পুলিশ। এরপর তিনি ঘটনার দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা লিপিবদ্ধ করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদী তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার ভোরে র‍্যাব-১ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে মাহমুদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

এরও আগে গত শুক্রবার (১৯ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের প্রাচীর ভেঙে রাইদা পরিবহনের একটি বাস ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। মোটরসাইকেলকে চাপা দেয়ার ফলে গুরুতর আহত হন তিনি। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেন সিভিল অ্যাভিয়েশনের কনভেয়ার বেল্ট অপারেটর আব্দুল্লাহ আল মামুন।

জানা গেছে, জবানবন্দিতে বাস চালক মাহমুদ হাসান স্বীকার করেছেন, ‘এই বাসটি ছিল ফিটনেস বিহীন। তারও লাইসেন্স নেই।’

বাস চালক আরও বলেন, দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্রাচীর ভেঙে গাড়ি ভেতরে ঢুকে যায়। রাস্তায় মোটরসাইকেল বাসের নিচে চাপা পড়ে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’